বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

ফতুল্লা ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও শপথ গ্রহণ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী ছাত্র আন্দোলনের ফতুল্লা থানার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় পঞ্চবটিতে আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন কমটির সভাপতি সাইদুল ইসলাম সিয়াম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ।

বক্তব্যে সাইদুল ইসলাম সিয়াম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালের ২৩শে আগস্ট। এটি প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.), যিনি তৎকালীন কুলশিত ছাত্র রাজনীতির বিপরীতে ন্যায়, ইনসাফ ও মানবতার মুক্তির লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।” তিনি নবগঠিত কমিটিকে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ইমরান, দাওয়াহ্ সম্পাদক রায়হান ইসলাম রানা, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক রায়হান সাগর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আশিক, অর্থ ও কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক আওলাদ হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মাহমুদুল হাসান সরকার, কলেজ সম্পাদক সাদমান হোসাইন, স্কুল সম্পাদক আবু হানিফ সিকদার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ওলিউল্লাহ্ এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ নিশাদ।

RSS
Follow by Email