সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লা ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ইসলামী আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৩০ মার্চ) সন্ধায় ফতুল্লার পঞ্চব‌টি এলাকায় সংগঠ‌নের কার্যাল‌য়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী, বিশেষ অতিথি ফতুল্লা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আলহাজ্ব আমানুল্লাহ।

প্রধান অতিথি জাহাঙ্গীর কবীর বলেন, দেশের মানুষ আজ ভালো নেই, দেশের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতি অনিয়ম ও অন্যায় বিরাজমান। আর এর একমাত্র কারণ হলো আদর্শ শাসকের অভাব। আজ যারা দেশকে শাসন করছে তারা শোষক এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এর একমাত্র কারণ হলো যারা নেতা রয়েছে তাদের উত্তম আদর্শ নেই, আর এই আদর্শ নেতার অভাবে দেশের মানুষ আজ ভালো নেই। দূর্ণীতি ও দুঃশাসন মুক্ত দেশ গড়তে হলে আদর্শবান নেতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাবেক, বর্তমান ও তৃণমূল নেতৃবৃন্দ।

RSS
Follow by Email