মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
ফতুল্লা

ফতুল্লা ইয়াবাসহ যুবক গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুর ইসলাম আল আমিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের রঘুনাথাথপুরস্থ মদিনা ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত আরিফুর ইসলাম আল আমিন সোনারগাঁও থানার কাচপুর গঙ্গাপুর বাজারস্থ মৃতঃ সোহরাব আলীর পুত্র।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুর ইসলাম আল আমিনকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email