সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Led01জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লা ইউপি উপনির্বাচন: চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমা

লাইভ নারায়নগঞ্জ: ফতুল্লা ইউনিয়ন পরিষদে শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন প্রার্থী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন।

মনোনয়ন জমাকৃত ৭ জন হলেন, পরেশ চন্দ্র দাশ, আমজাদ হোসেন, মোঃ মহসিন মিয়া, মোঃ সেলিম রেজা শাওন, মোঃ ফাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন।

প্রসঙ্গত, তফসিল ঘোষনার পর মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭ জন। এছাড়া, আগামী ৯ মার্চ ব্যালড পেপারের মাধ্যমে উপ-নির্বাচন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি (সোম-মঙ্গলবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

RSS
Follow by Email