ফতুল্লায় ৭ বছর পর এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ইউনিয়নের রসুলবাগে দীর্ঘ সাত বছর ধরে বেহাল দশায় ছিল হাজী কাসেম সড়ক। অল্প বৃষ্টিতে হাটু সমান পানি জমতো সড়কটিতে। চলাচলে বেশ দুর্ভোগ পোহাতেন স্থানীয়রা। অবশেষে রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে সড়কটিতে জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক মাস পর সড়কে উচুকরণ ও ড্রেনের ব্যবস্থার কাজ শেষ হয়েছে।
রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মো. তাজুল ইসলাম রাজীবের নিজস্ব অর্থায়নে রাস্তাটির টেকসই ও মজবুত এর জন্য চার টন রডের ব্যবস্থা করে দেন। ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউয়াল ৫ ইঞ্চি ও ৪০০ ফিট লম্বা ঢালাই এর ব্যবস্থা করে দেন সরকারিভাবে।
সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় ও স্থানীয় বাসিন্দা হাজী আবুল কাশেম ও রসূলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজীব ও নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সেলিম, ক্রীড়া সম্পাদক জুয়েল, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও এলাকার ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, সোহেল, রফিক, রবিন সংশ্লিষ্ট সবার প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করেছেন এলাকাবাসী ও হাজারো পথচারী।