মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02আদালত

ফতুল্লায় হত্যাচেষ্টা মামলায় নরসিংদীর সাবেক এমপি ডলার সিরাজ রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আহাম্মদ আলী হৃদয় নামে যুবককে হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সিরাজুল ইসলামকে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হৃদয় আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মো. সিরাজুল ইসলাম মোল্লা ২ নম্বর এজহারনামীয় আসামি।

মামলার এজহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় উল্লিখিত আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী হৃদয় আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেন।

এর আগে, ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

RSS
Follow by Email