সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় সড়কের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা সড়কের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রেল স্টেশনের পূর্ব পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ নানা পেশাজীবির মানুষ এতে অংশ নেয়।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সারা বছর ধরে ওই অঞ্চলে জলাবদ্ধতা থাকায় এলাকাবাসীর স্বাভাবিক জীবন যাপন ব্যহত হচ্ছে। এছাড়া ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য হাসমত আলীর বাড়ীর সামনের রাস্তায় বছর জুড়ে রাস্তা ডুবে থাকে।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী টুটি বলেন, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এখানে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। অথচ এ সমস্যা সমাধানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কিংবা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে পিলকুনি, তক্কারমাঠ, শেহাচরের লাখো মানুষ সব সময়ই ময়লা, দূর্গন্ধযুক্ত পানি মারিয়ে এখান দিয়ে যাতায়াত করে থাকেন। এই এলাকায় ১২ মাস ধরে জলাবদ্ধতা থাকে। এ সমস্যা কেউ নিরসন না করায় স্থানীয় বাসিন্দারা হতাশ এবং ক্ষুব্ধ। প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের নির্বাচনী এলাকায় সারাবছর জলাবদ্ধতা থাকাকে কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না। এই সমস্যা সমাধানে আমরা ভুক্তভোগীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

RSS
Follow by Email