ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সুমনকে যৌথ অভিযানে আটক করেছে র্যাব-১১ ও পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে ফতুল্লা কাঠেরপুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন রাত ২টার দিকে কাজ শেষে বাড়ি ফিরেছিলেন। ভোর পৌনে ৫টার দিকে আবার প্রতিষ্ঠানের সামনে আসতেই কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
কাছাকাছি থাকা লোকজন ছুটে গিয়ে তাঁকে রেললাইন সংলগ্ন জায়গায় পড়ে থাকতে দেখেন। ওই সময় দুজন যুবক দ্রুত সেখান থেকে সরে যায় বলে স্থানীয়রা জানান। মামুনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ মামুন হত্যার তদন্ত শুরু করে।
র্যাব-১১ এবং ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার বিকালে গুরুত্বপূর্ণ আসামি সুমনকে আটক করা হয়।
র্যাব-১১ এর অফিসার মো. গোলাম মোর্শেদ জানান, আজ শুক্রবার বিকালে ফতুল্লা এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে, এ অভিযানে ফতুল্লা থানা পুলিশ তাঁদের সঙ্গে ছিল।
ফতুল্লা থানা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আজ বিকালে আসামিকে তাঁর নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। এ সময় র্যাব-১১ তাঁদের সঙ্গে ছিল।
আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
