মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
Led03রাজনীতি

ফতুল্লায় স্কুল অনুষ্ঠানে রিয়াদ চৌধুরী’র স্মৃতিচারণ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এই স্কুলেই আমার শিক্ষাজীবনের শুরু। আমার মা ছিলেন এই স্কুলের শিক্ষিকা, আর এই স্কুলের জমি দান করেছিলেন আমার দাদা, মরহুম ওয়াহেদ বক্স চৌধুরী।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, “সরকারি প্রতিষ্ঠান হলেও এটি আমাদের সবার, এর অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও প্রস্তাব করেন, স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা উচিত এবং শিক্ষকদের উদ্দেশে বলেন, পরিকল্পিতভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোতালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবিকা ও শিক্ষানুরাগী সেলিনা সুলতানা, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সালমা সুলতানা, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এ আয়োজন, যেখানে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক পারফরমেন্স মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

RSS
Follow by Email