বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় সেই সামেদ আলীকে গ্রেপ্তার করলো পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার আকবরনগরের সেই সামেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নুরে আজম লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভুইগড় থেকে সামেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সামেদ আলীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ আরো ৯টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রাম। এ গ্রামে ইটখোলায় চাঁদাবাজী ও জমি দখলের প্রভাব নিয়ে রহিম হাজী ও সামেদ আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এতে মুখোমুখি দুই গ্রুপের টেঁটাযুদ্ধে এ পর্যন্ত একাধীক লোকজন নিহত ও আহত হয়েছে। অনেকের বাড়ি ঘর ভাংচুর করে আসবাবপত্র লুট করা হয়েছে। তাদের এ সংঘর্ষের আতংকে কয়েক গ্রামের মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্রে চলে যেতেন।

RSS
Follow by Email