মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05ফতুল্লা

ফতুল্লায় সেই পাগলা হামিদ গ্রেফতার

ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লয় পুলিশের এক অভিযানে হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ (৪৮) নামের এক  ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে হামিদ প্রধানকে ফতুল্লার এনায়েতনগরস্থ চাঁদনী হাউজিং থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হামিদ প্রধান হলেন ফতুল্লার মুসলিমনগরস্থ চাঁদনী হাউজিংয়ের গফুর প্রধানের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মিজানুর রহমান,উপ-পরিদর্শক (এস,আই) ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে ফতুল্লা মুসলিমনগরস্থ চাদনী হাউজিংয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলা সহ আরও বেশ কিছু মামলা রয়েছে তার বিরুদ্ধে।

RSS
Follow by Email