ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দারকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোকাররম সর্দার কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দামপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র। সে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ হিসেবেও পরিচিত।
এর আগে গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ফতুল্লার শাহ আলম নামে এক ব্যবসায়ী আদালতে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মোকাররম সর্দারসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, ফতুল্লার আলীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মোকাররমকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। মোকাররম সর্দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।