ফতুল্লায় সাত ভবনে রাজউকের অভিযান, নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় রজউকের অভিযানে ইমারত আইন লংঘন করায় নির্মাণাধীন সাতটি ভবনে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে ফতুল্লার ইসদাইর, মাসদাইর ও জামতলা মসজিদ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্তয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় কয়েকটি বহুতল ভবন সহ সাতটি নির্মাণাধীন ভবনের নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ভবনগুলোর নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙ্গে অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে রাজউক কর্তৃপক্ষ।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান বলেন, ‘আজকে আমরা তিনটি এলাকায় সাতটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর নির্মাণ কাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্তয় ঘটানো সহ বেশ কিছু অনিয়ম আমাদের কাছে ধরা পড়েছে। তাই আমরা আপাতত ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়া নকশা বহির্ভুত স্থাপনা অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করেছি। একটি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকাও জরিমানা করেছি।’
আইন শৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৮/১ এর পদ শূন্যকালীন প্রতিকল্প অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসারঃ আবু সাদাত মোঃ সায়েম, প্রধান ইমারত পরিদর্শনক মোঃ রাসেল ইসলাম এবং ইমারত পরিদর্শকঃ মো: রুবেল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।