সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লায় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তায় কাজ করছে বিএনপি নেতৃবৃন্দ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নৈরাজ্য ঠেকাতে এবং মন্দির, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার স্বার্থে কাজ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে দলে দলে নেতাকর্মীরা দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন।


জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় মন্দিরে এবং সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালছে। এসব প্রতিরোধে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী সংগঠিত হয়ে সংখ্যালঘু পরিবার, মন্দিরের নিরাপত্তায় পাহারা বসিয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর সারাদেশের ন্যায় ফতুল্লায় একটি কুচক্রী মহল নৈরাজ্য শুরু করেছে।  আমরা ফতুল্লায় এসব হতে দিবো না। নৈরাজ্য ঠেকাতে এবং সংখ্যালঘু পরিবার এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমরা পৃথক টিম করে বিভিন্ন এলাকায় পাহারা বসিয়েছি। দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে

RSS
Follow by Email