ফতুল্লায় শিশু ইব্রাহীম নিহত, শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬১ জনের নামে মামলা
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিশু ইব্রাহিম (১০) নিহতের ঘটনায় ফতুল্লা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে। বহস্পতিবার (২২ আগস্ট) নিহতের মামা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক এমপি শামীম ওসমানসহ ৬১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই ফতুল্লা থানাধীন ঢাকা নারায়ণগঞ্জ রোডের অবস্থিত পাসপোর্ট অফিসের বিপরীত পার্শ্বে ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষ কোটা আন্দোলনের জন্য সমবেত হয়। আসামি ১ থেকে ৬ নং এর নির্দেশ ও হুকুমে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগানের নেতাকর্মীরা বিভিন্ন আগ্নেয়ন্ত্রে, পিস্তল, বন্দুক, ককটেল, রাইফেল, লোহার রড, বাম-দা, চাঁপাতি ও ধারালো দেশী-বিদেশী অস্ত্রশপে সজ্জিত হয়ে হত্যা ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং তাদের উপর এলোপাথারি গুলি ও লাঠিদিয়া মারধর আরম্ভ করেন। এসময় মোহাম্মদ ইব্রাহিম (১০) এর মাথায় গুলি লাগে ও রাস্তায় লুটিয়ে পড়ে। সাধারন ছাত্র-ছাত্রী ও কয়েকজন এগিয়ে এসে ইব্রাহিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ডাক্তার জানান সে মারা গেছে।
মামলায় নামীয় আসামিরা হলেন,
১। শেখ হাসিনা (৭৬) (সাবেক প্রধানমন্ত্রী), পিতা- মৃত শেখ মুজিবর রহমান, সাং- ধানমন্ডি ৩২, থানা- ধানমন্ডি,
২। আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩) (সাবেক সরাষ্টমন্ত্রী), পিতা- আশরাফ আলী খান, সাং-মনিপুরি পাড়া, থানা- ভেজগাও, উভয় জেলা- ঢাকা,
৩। ওবায়দুল কাদের (৭২) (সাবেক সেতুমন্ত্রী), পিতা- মোশারফ হোসেন, সাং- বড় রাজাপুর, কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী,
৪। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত এ.কে.এম শামসুজ্জোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
৫। মহিবুর রহমান (৫০) (সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী), পিতা- মৃত হাজী জালাল আহমেদ, সাং- ধুলাস্যার, মহিপুর, উপজেলা-কলাপাড়া, জেলা- পটুয়াখালী,
৬। গাজী হারুনুর রশিদ হারুন (৫০), পিতা- আব্দুল আলী গাজী, সাং-নয়াকাটা, মহিপুর, উপজেলা-কলাপাড়া, জেলা- পটুয়াখালী
৭। মনিরুল আলম সেন্টু (৫৫) পিতা- আমির আলী, সাং- কুতুবপর ফতুল্লা
৮। ফাইফুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং- কাইয়ামপুর
৯। মিন্টু মিয়া (৪৮) পিতা- আইয়ুব আলী, সাং- নন্ধলালপুর, কুতুবপুর,
১০। মোস্তফা কামাল (৫০), পিতা- অজ্ঞাত, সাং- লামাপাড়া,
১১। সামসুদ্দিন ব্যাপারী (৫৫), পিতা- সামাদ ব্যাপারী, সাং- দেলপাড়া ট্যাম্পুষ্ট্যান্ট,
১২। এ্যাডঃ খোকন শাহ (৫৫), পিতা- মৃত দিজেন্দ্র কুমার শাহা, সাং- ১৩০ ডি এন রোড, নাঃ গঞ্জ
১৩। এ্যাডঃ বিদ্যুৎ কুমার শাহা (৫৬), পিতা- কালীদাস শাহা, সাং-৪৪১/১ ডিপি রোড নিউ পাল পাড়া নাঃ গঞ্জ
১৪। এ্যাডঃ হাসান ফেরদৌস জুয়েল (৫৬), পিতা- মৃত মোঃ ফোরকান মোল্লা-সাং- ২৩ নং আল্লামা ইকবাল রোড,
১৫। এ্যাডঃ মোঃ মহসিন মিয়া (৫৪), পিতা-মহিউদ্দন, সাং- কলাগাচিয়া, বন্দর, নাঃ গঞ্জ,
১৬। মোঃ জহির, পিতা-জীলানী, সাং-কদমতলী, থানা- সিদ্ধিরগঞ্জ,
১৭। হিমেল (৪৮) পিতা-শাহজামাল, সাং-সভাপুর,
১৮। মোঃ সাগর (৪৫), পিতা মৃত আবু তাহের, সাং-কদমতলী, থানা- সিদ্ধিরগঞ্জ,
১৯। আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু (কাউন্সিলর) (৫০), পিতা- অজ্ঞাত, ১৮ নং ওয়ার্ড, সাং- নিতাইগঞ্জ, নাঃগঞ্জ,
২০। হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ (৪৯), পিতা- অজ্ঞাত আজমেরী ওসমানের সহযোগী, সাং- চাদনী হাউজিং, এনায়েতনগর,
২১। মোঃ বিল্লাল হোসেন রবিন (৪৫), পিতা-মৃত মজিবুর রহমান, সাং- সোনামিয়া বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ,
২২। আজমত (৪৫), পিতা- কালু ড্রাইভার, সাং- কুতুব আইল,
২৩। ০৪(৪৫), পিতা- রিয়াজুল, সাং- সন্তাপুর,
২৪। ইশতিয়াক পল্লব (২৮), অয়ন ওসমানের সহযোগী, পিতা-ইলিয়াস, সাং-নিমাইকাসারী, সিদ্ধিরগঞ্জ,
২৫। বশিরউদ্দিন বসু(৩৬), পিতা আলম চাঁন, সাং-কলাবাগ পশ্চিম, থানা সিদ্ধিরগঞ্জ,
২৬। মোঃ আব্দুল খালেক মুন্সি (৫৮),
২৭। আব্দুল মালেক মুদি(৪৬), উভয়পিতা- মৃত খবির মুন্সি, সাং- কুতুবপ্নার,
২৮। মোঃ হারুনুর রশিদ (৪৭), পিতা- নাজিমুদ্দিন মুন্সি,
২৯। দেলোয়ার যেসেন (৪৮), পিতা-মৃত জুলহাস মুন্সি, উভয় সাং-কুতুবপুর,
৩০। এ্যাডঃ সুইটি ইয়াসমিন (৫০), স্বামী- কামরুল হাসান মাসুম, সাং- ৩১ আল্লামা ইকবার রোড নাঃ গঞ্জ,
৩১। হীরা (৪০), পিতা-জালাল, সাং- কদমতলী, থানা- সিদ্ধিরগঞ্জ,
৩২। রফিক সরদার (৪০), পিতা- আবেদ আলী সরদার,
৩৩। সাহিন আলম সরদার (৩৫), পিতা-রফিক সরদার,
৩৪। তরিকুল মুধা (৪০), পিতা- আলী আহম্মেদ মৃধা,
৩৫। মেহেদী হাসান জনি (৩৭), পিতা- আহসান জমাদ্দার, উভয়সাং-ছা-চাবলী, মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী, উভয় বর্তমান-পূর্ব গোপাল নগর,
৩৬। আনোয়ার হোসেন (৪৫), পিতা- নোয়াব আলী,
৩৭। খলিলুর রহমান (৪৫), পিতা- সেকান্দার আলী,
৩৮। বায়োজীদ(২৬), পিতা- আব্দুল মজিদ, উভয় সাং- নয়াকাটা, মহিপুর, পটুয়াখালী, বর্তমান উভয়সাং- পূর্ব গোপাল নগর, ফতুল্লা, নাঃগঞ্জ,
৩৯। শফিউদ্দিন প্রধান (৫৫), সাবেক কাউন্সিলর, পিতা- হাজী শাহজউদ্দিন প্রধান, সাং-নন্দীপাড়া, নাঃগঞ্জ,
৪০। হাবিব (৩০), পিতা- রুহুল আমিন, সাং- মুক্তি নগর, সিদ্ধিরগঞ্জ,
৪১। শাহিনুর ইসলাম ওরফে শাহিন(৪৫), পিতা-নুরুল ইসলম, সাং- মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ,
৪২। এ্যাডঃ কামাল হোসেন (৫০) পিতা- ফিরোজ মিয়া, সাং-মুক্তিনগর,
৪৩। হিরা (৫০), পিতা-আবেদ আলী, সাং- সানারপাড়,
৪৪। মহিউদ্দিন মোল্যা (৫০) পিতা- আব্দুল কাদের মোল্লা সাং- সানারপাড়,
৪৫। জাহাঙ্গীর হোসেন (৫০), পিতা- আব্দুল মজিদ, সাং- নিমাই কাসারি,
৪৬। ইয়াসিন (৬২), পিতা- মুলফত আলী, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ,
৪৭। আজমেরি ওসমান ৪৫), পিতা- মৃত নাসিম ওসমান, সাং- ১৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ
৪৮। আলহাজ্ব মোঃ মজিবর রহমান ৭৮), পিতা- মৃত রজ্জব আলী, সাং-মিজমিজি,
৪৯। অয়ন ওসমান্য ৩৭) পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
৫০। মতিউর রহমান মতি(৫৫) পিতা মৃত বাদশা মিয়া, সাং আইলপাড়া, সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ,
৫১। মীর সোয়েল। ৫৩), পিতা- মোজাম্মেল, সাং- ফতুল্লা,
৫২। দেলোয়ার (৫৪) পিতা- হাফিজউদ্দিন, সাং। নন্দলালপুর, কুতুবপুর ফতুল্লা,
৫৩। মোঃ হারুনুর রশিদ(৪৭) পিতা- মৃত নামিউদ্দিন মুন্সী,
৫৪। মজুমদার মিথুনা(৪৮), পিতা- সাদেক মজুমদার, কুত্বপুর,
৫৫। মোঃ দেলোয়ার হোসেন (৪৮), পিতা- মৃত জুলহাস মুন্সি, উভয় সাং- কুতুবপুর ফতুল্লা,
৫৬। মীর সোহেল (৪৫) পিতা- অজ্ঞাত, সাং-ফতুল্লা,
৫৭। মোঃ আমির হোসেন সাগর (৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরা আলাউদ্দিন, সাং-মাহমুদপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ,
৫৮। মোঃ চুন্না ৪৮), পিতা- মৃত তালেব হোসেন পুইজা, সাং- নয়ামাটি, কুতুবপুর, ফতুল্লা,
৫৯। স্বপন (২৬) পিতা- কুদ্দুস মোল্লা, সাং- রসুল বাগ,
৬০ মোঃ জানি (২৭), পিতা- নুরু মিয়া, সাং- টেকপাড়া,
৬১। দেলোয়ার হোসেন দেলু (৫০), পিতা- সিদ্দিক মিয়া, সা টেকপাড়া, থানা-ফতুল্লা জেলা- নাঃ গঞ্জ।