শুক্রবার, মার্চ ২১, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বাক প্রতিবন্ধী আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শিশু (৫)কে যৌন নিপীড়নের অভিযোগে এক বাক প্রতিবন্ধী ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। বুধবার রাত ১১টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরের খেজপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।

আটককৃত বাক প্রতিবন্ধীর নাম আমানউল্লাহ (৫২)। সে ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হোসেনের শ্বশুড় বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে অভিযুক্ত আমানউল্লাহ একই বাড়ীর ভাড়াটিয়ার ৫ বছরের শিশু কন্যাকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলায়, এক পর্যায়ে শিশুটি ডাক চিৎকার করলে পাশ্ববর্তী ভাড়াটিয়া পুরুষ- মহিলারা এগিয়ে এসে বিষয়টি দেখতে পেয়ে আমানউল্লাহকে আটক করে গণপিটুনী দেয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার সংবাদ পেয়ে আমানউল্লার মেয়ের জামাই বিএনপি হোসেন ও অপর এক থানা বিএনপি নেতা স্থানীয় ভাবে মিমাংসার চেস্টা করেন। কিন্ত এরই মধ্যে ঘটনার সংবাদ পৌছে যায় ফতুল্লা থানা পুলিশের নিকট। রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মধ্যস্থকারীরা সটকে পরেন। পুলিশ আমান উল্লাহ কে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনার খবর জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাক প্রতিবন্ধীর নাম আমানউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email