শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Led01শিক্ষা

ফতুল্লায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানায় ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন। একইদিন দুপুর তিনটায় নাজমুল ইসলামকে ও সন্ধ্যায় রনি নামের আরেক ব্যাক্তিকে আটক করা হয়৷

আটককৃত নাজমুল (২৫) হলো ফতুল্লার পূর্ব লামাপাড়ার মনিরুল ইসলামের ছেলে, রনি একই এলাকার বাসীন্দা ও নাজমুলের বন্ধু।

র‌্যাব জানায়, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আটককৃত নাজমুলদের বাড়ির একটি রুমে ভাড়া থাকতেন৷ গত ১৮ জানুয়ারি রাতে নাজমুল ও তার বন্ধুরা মিলে শিক্ষার্থীর স্বামীক আটক করে নির্যাতনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে৷ ভুক্তভোগী শিক্ষার্থী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী ও স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী। এছাড়াও এ মামলায় রনি নামের আরও একজনকে গাজীপুর থেকে আটক করা হয়েছে।’

RSS
Follow by Email