বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় শিক্ষক ফোরা‌মের উদ্যো‌গে পাঞ্জা‌বির কাপড় বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফতুল্লার জাকির ভবন ২য় তলায় সংগঠনটির সভাপতি মাওলানা কারী রেজাউল করীমের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. মুহাম্মাদ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি এমদাদুল্লাহ হাসেমী ও হাফেজ মুহাম্মাদ ইবাদত হোসেন, কুয়েত প্রবাসী হযরত আলী সোহান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সকল দয়িত্বশীল ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ফতুল্লা থানা শাখার সেক্রেটারি হাফেজ কারী ওবাইদুর রহমান কাশিয়ানী।

RSS
Follow by Email