ফতুল্লায় যৌথ অভিযানে ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮০ কেজি পলিথিন জব্দ করেছে ও দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে শিবু মার্কেট ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া। সহায়তা করে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
অভিযানকালে ‘আলী স্টোর’ থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা এবং ‘জাহাঙ্গীর স্টোর’ থেকে ১০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বাজারজাতকরণ, মজুদ ও বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা চালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(৪)(খ) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।