শুক্রবার, আগস্ট ১, ২০২৫
Led05রাজনীতি

ফতুল্লায় যুবলীগ নেতা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় যুবলীগ নেতা শাহাদাৎ (৫০) কে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

আটককৃত যুবলীগ নেতা শাহাদাৎ ফতুল্লা কায়েমপুর এলাকার ফকির চানের ছেলে। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফতুল্লার পলাতক ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে শাহাদাৎ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আটক যুবলীগ নেতা বর্তমানে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, ফতুল্লায় যুবলীগ নেতা শাহাদাৎ র‌্যাব-১১ কতৃক আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email