শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02ফতুল্লা

ফতুল্লায় যুবকের আত্মহত্যা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পরিবারের সদস্যদের সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে আত্মহত্যা করেছে মোঃ জুয়েল (৪৫) নামের এক যুবক।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুয়েল দাপা এলাকার আঃ আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকুরী করতেন। জুয়েলের দুটি শিশু ছেলে রয়েছে।

জানা যায়, শনিবার জমির জন্য বাবা ও বড় বোনের সাথে জুয়েলের ঝগড়া হয়। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের চালের আরার সাথে রশি দিয়ে ঝুলে আত্যহত্যা করেন তিনি। এর আগে, জুয়েলের আরো দুই ভাই একই ভাবে আত্যহত্যা করেছিলেন বলে জানায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

RSS
Follow by Email