ফতুল্লায় যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে রবিবার বিকেলে ফতুল্লার তক্কারমাঠ এলাকা থেকে তাকে ধরে নিয়ে পোস্ট অফিস এলাকায় গণপিটুনি দেওয়া হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
নিহত যুবকের নাম কামরুল হাসান (২৪)। সে চাঁদপুর জেলার হাইমচর থানার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাইনুদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, রবিবার বিকেলে ফতুল্লার তক্কারমাঠ এলাকা থেকে তাকে ধরে নিয়ে পোস্ট অফিস এলাকায় গণপিটুনি দেওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যারা গণপিটুনি দিয়েছে তারাই কামরুলকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে খানপুর হাসপাতাল থেকে কামরুলকে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। কামরুল পেশাদার ছিনতাইকারী ছিলেন। তিনি প্রকাশ্যেই ছিনতাইকারী বাহিনী নিয়ে ঘুরতেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, নিহত কামরুলের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ ছিলো। সে বিভিন্ন অপকর্ম করতো বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পারি। গণমাধ্যমে বিভিন্ন মাদক সংক্রান্ত সংবাদ দেখেছি তার বিরুদ্ধে। আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি।
তিনি আরও জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। এই ঘটনায় পরিবার থেকে মামলা দায়ের হলে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করছি।