ফতুল্লায় যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় বালুবাহি বাল্কহেড ডুবি
লাইভ নারায়ণগঞ্জ:
ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় বালুবাহি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। সকাল ১০টায় বুড়িগঙ্গা নদীর হানিফ ফ্যাশন এর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছরিয়ে পড়লে ভাইরাল হয়।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদীয়া-১৩ লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। তবে কোন হতাহত কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে বিস্তারিত পরে বলা যাবে। লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালের রাখা হয়েছে।
