ফতুল্লায় মের্সাস সামিয়া ট্রেডিং প্রতিষ্ঠানে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়-বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে শিবু মার্কেট এলাকায় মেসার্স সামিয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান পলিথিন বিক্রয়-বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ১টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূবক আদায় করা হয়। পাশাপাশি মোট ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক, জনাব টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়-বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজ্ঞপ্তিতে।