শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led04আদালত

ফতুল্লায় মামুন হত্যা: আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আলোচিত বিএনপি নেতা মামুন হোসেন মামলায়, গ্রেপ্তারকৃত আসামি আজমির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মাসুম এর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আজমির। এর আগে, মামলার অপর আসামি আরিফুল ইসলাম ওরফে আরিফও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি প্রদান করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম। এর আগে, ৭ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে মামুন হোসেনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশের তথ্য প্রযুক্তি সহায়তায় প্রথমে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করা হয় এবং পরে সে আদালতে স্বীকারোক্তি দেয়। এরপর ফতুল্লার লালখা থেকে আজমির ও গাজীপুর থেকে আক্তার-সুমনের বাড়ির কেয়ারটেকার আরছ ওরফে আরব আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত আরছ ওরফে আরব আলীর তিন দিনের এবং আজমিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

আজমির রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

RSS
Follow by Email