রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
আদালতজেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক মাদ্রাসা ছাত্রী(২০) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে পাঁচ জনের নামে উল্লেখ্য করে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষণ মামলা (৪৩৯/২০২৪) দায়ের করেছে।

মামলার অভিযুক্ত আসামীরা হলো ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মৃত আব্দুল হকের পুত্র মো. আলী(২৮), আয়েশা বেগম(৪৭), শওকত আলী (৩৮), রোজিনা আক্তার(৩৪) ও জেয়াসমিন(৩২)।

ভূক্তভোগী জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে গত ৩-৪ মাস পূর্বে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার আব্দুল হকের পুত্র মোঃ আলীর সাথে মামলার বাদীর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে সু সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের জুন মাসের ৭ তারিখ বিকেল ৪ টার দিকে মো. আলী মামলার বাদীর বাসায় যায়। সে সময় বাদীর পরিবারের সদস্যরা কেউ বাসায় না থাকায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রথম বারের মতো তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ বিষয় নিয়ে বাদী অভিযুক্ত অপর আসামীর মা আয়েশা বেগম সহ অপর স্বজন শওকত আলী, রোজিনা আক্তার ও জেয়াসমিনদের নিকট বিস্তারিত জানায়। তখন তারা আশ্বাস দেয় যে, কোরবানী ঈদের পর বিয়ে সম্পন্ন করে দিবে। সর্বশেষ জুন মাসের ৯ তারিখ বিকেল ৫ টার দিকে অভিযুক্ত প্রধান আসামী মোঃ আলী পুনরায় বাদীনির বাসায় যায়। সে সময়ও বাদীনির পরিবারের কোন সদস্য বাসায় না থাকায় তাকে দ্বিতীয় দফায় ধর্ষন করে। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত মোঃ আলী নানা টালবাহানা সহ বিয়ে করতে অসম্মত্তি জানায়।

RSS
Follow by Email