শনিবার, মার্চ ২৯, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় ভ্যানচালক হাবিব হত্যা: ৫জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ভ্যানচালক হাবিবুর রহমান হত্যার ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-পটুয়াখালী হাজীখালা এলাকার মো. ইউসুফ আকনের ছেলে মো. ছগির (৩৮), লক্ষীপুর সাবেরচর এলাকার মজিদ আলী সৈয়াল মেয়ে রেহেনা (২৫), মানিকগঞ্জ দানেহপুর এলাকার মৃত জলিল মোল্লা ছেলে মো. আবু বার সিদ্দিক (৫২), বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার মৃত আসমত আলীর ছেলে মো. আরিফ (২৫) ও পটুয়াখালী হাজীখালা এলাকার আব্দুল হান্ডার পেয়াদার ছেলে মো. নুর জামান (৩৫)।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি দল মুন্সীগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি সকাল ১১টার দিকে ফতুল্লার আমতলা হরিহরপাড়ার স্বপন সরকারের (৪০) ৪ তলা বাড়ীর নীচ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে হাবিবুর রহমানের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি রেহানা জানিয়েছে হাবিবুরকে ফোন করে এক বাসার রুমে নিয়ে আটক করে মুক্তিপন দাবী করে। এসময় মুক্তিপনের বিষয়ে চাপ দিলে হাবিবুর চিৎকার চেচামেচি করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

RSS
Follow by Email