ফতুল্লায় ভোটকেন্দ্র অগ্নি সংযোগের চেষ্টায় যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে শাহিন নামে একজনকে আটক করে ও গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, দুর্বৃত্তরা ফতুল্লা নরসিংপুর একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে শাহিন নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।