সোমবার, অক্টোবর ২০, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে দুদকের অভিযান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে অভিযান চালিয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট।

রবিবার দুদক পরিচালিত এই অভিযানের তথ্য সেদিন সন্ধ্যায় দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তেল চুরি’, ‘ব্রাজিল বাড়ি’ ও ‘তাদের আয়েশি জীবন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর যমুনা তেল কোম্পানির গেজার ও শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। তিনি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠা ওই ছয়তলা বাড়িটির মালিক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই দুদক এই অভিযান পরিচালনা করে।

দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম যমুনা তেল কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ডিপো কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ডিপোর ২২ ও ২৩ নম্বর স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন (মজুত সক্ষমতা) চার্ট সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রাপ্ত ও বিতরণ করা তেলের পরিমাণ-সম্পর্কিত রেকর্ডপত্রও সংগ্রহ করেছে অভিযান এনফোর্সমেন্ট টিম।

অভিযানের সময় জয়নাল আবেদীন কর্তৃক নির্মিত ‘ব্রাজিল বাড়ি’ নামের স্থাপনা সরেজমিন পরিদর্শন করা হয় এবং তার অবৈধ সম্পদ অর্জন-সংক্রান্ত প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্যসমূহ বিশদভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

উল্লেখ্য, এই ছয়তলা বাড়িটি ২০১৮ সালের বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের পতাকার রঙে আঁকা হয় এবং ফলকে লেখা হয় ‘ব্রাজিল বাড়ি’। ওই সময় ফুটবল বিশ্বকাপ চলাকালে বাড়িটিতে গিয়েছিলেন ঢাকায় ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র।

RSS
Follow by Email