রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
Led05ফতুল্লা

ফতুল্লায় ব্যাচলর রুম থেকে লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ:
ফতুল্লায় ব্যাচলর রুম থেকে নুরুজ্জামান আকন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকার ফাইজুর মিয়ার ভাড়াটিয়া বাড়ির দুই তলার ব্যাচলর রুম থেমে লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান আকন বরিশাল জেলার গৌরনদী থানার বাসুদেব পাড়ার আশরাফ আলী আকন ও তাসলিমা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি ফেরদাউছ জানান, নুরুজ্জামান আকন উক্ত বাড়ির দুতলা ফ্ল্যাটে আরো ৬/৭ জনের সঙ্গে ব্যাচলর হিসেবে থাকেন এবং একটি ঔষুধ কোম্পানীতে কাজ করেন। সকালে রুমের সবার সাথে নুরুজ্জামানও কাজে চলে যায়। কাজের যোগদানের কিছু সময় পর ফের সে রুমে চলে আসে। পরবর্তীতে দুপুরে স্থানীয় লোকজন বাহির খেতে নুরুজ্জামানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email