বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ সেই নিলয় আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিদেশি পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তিনি স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে আসছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাইয়াজ হাসান নিলয় সন্ত্রাস, চাঁদাবাজীর সাথে জড়িত। আজ (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাইয়াজ হাসান নিলয়কে আটক করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

তিনি আরও জানান, আটক ফাইয়াজ হাসান নিলয়ের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email