সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লায় প্রয়াত ইদ্রিস আলীর নামে গ্যালারি, পরিদর্শনে শাহ নিজাম

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের পিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিস আলীর নামে ফতুল্লায় স্থাপিত হবে গ্যালারি। প্রয়াত এই নেতার গ্যালারি নির্মানের জায়গা পরিদর্শন করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

সোমবার (১ এপ্রিল) দুপুরে জোহরের নামাজের পর ফতুল্লার আলীগঞ্জ মাঠে পরিদর্শনে আসেন তিনি। মাঠের সার্বিক অবস্থা দেখে গ্যালারি বিষয়ে মতামত পোষন করেন শাহ নিজাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশসহ আরও অনেকে।

এ বিষয়ে লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলে, আলীগঞ্জের কৃত সন্তান ও আওয়ামী লীগের ফাউন্ডিং মেম্বার প্রয়াত হাজী ইদ্রিস আলী মেম্বারের নামে গ্যালারি করা হবে। এই উদ্দ্যেগ নিয়ছেন আমাদের মাননীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ গ্যালারি নির্মাণের বিষয়ে পরিদর্শনে গিয়েছিলাম। গ্যালারিটা কিভাবে হবে বা কোন দিক দিয়ে হবে সেটাই আমরা মাপ দিয়ে দেখেছি। স্থাপনা বিষয়ে আমাদের পরকিল্পনা চলছে। প্রয়াত এই নেতার কৃতিত্ব গ্যালারিতে তুলে ধরা হবে।

RSS
Follow by Email