বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় পোশাক কারখানায় অগ্নিকান্ড

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় কারখানাটিতে অগ্নিকান্ড ঘটে। কারখানার নাম নূর গ্রীন কম্পোজিট নামে পোশাক কারখানা।

আগুনে রপ্তানির জন্য প্রস্তুতকৃত কয়েক লাখ পিছ তৈরি টি-শার্ট, আসবাবপত্র ও এক্সেসরিজ পুঁড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে দাবি করছে কারখানা কতৃপক্ষ।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওবায়দুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা সন্ধ্যায় খবর পাওয়া মাত্রই দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘন্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিভোতে সক্ষম হই। কি কারণে আগুন লেগেছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

RSS
Follow by Email