শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led03ফতুল্লা

ফতুল্লায় পৃথক অভিযানে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৪

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় দুটি পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। এর আগে রবিবার ফতুল্লার লঞ্চঘাট ও রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফতুল্লার শিয়াচর এলাকার হোসেন মিয়ার স্ত্রী জাহানারা ওরফে রাশিদা (৫০), একই থানার শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী লাকি বেগম (৩৮), শিবু মার্কেট এলাকার রনি মিয়ার স্ত্রী বৃস্টি ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর রুহুল আমিন হাওলাদারের পুত্র মজিবর হাওলাদার (৩০)।

ওসি শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মজিবর হাওলাদারকে আটক করা হয়। তার সাথে ট্রাভেল ব্যাগ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তিতে ফতুল্লার রেললাইন কুতুবাইল আজমেরী মোড় এলাকার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জাহানারা ওরফে রাশিদা, লাকি বেগম ও বৃস্টি নামের ৩ নারীকে আটক করা হয়। তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email