ফতুল্লায় পুলিশের অভিযানে আটককৃত ৪ জনকে ছিনিয়ে নিলো
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আটককৃতদের পুলিশের কাছে থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) ফতুল্লার মাসদাইর এলাকার রুকিয়া স্কুলের বিপরীত গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন, ‘মাদক বিরোধী অভিযান চলছিলো। এসময় ৪জনকে আটক করে জেলা মাদক দব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের একটি দল। তাদের তল্লাশির আগেই আটককৃতদের গ্যাংয়ের ২০-২৫ জন লোক খবর পেয়ে আসে। তারা এসে এসে আককৃতদের ছিনতাই করে নিয়ে যায়। এসময় আমরা খবর পেলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠাই। সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন এর নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা(১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, গ্রাম হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।’