শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Led05ফতুল্লা

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার ফতল্লার ফজিলপুর এলাকায় এঘটনা ঘটে।

এ ঘটনায় একইদিন দুপুরে অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। নিহত গৃহবধু হলের একই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে অঞ্জু বেগম।

নিহতের পরিবার গণমাধ্যমকে জানায়, পারিবারিক কলহের জেরে তাদের দুইজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। এ নিয়ে কয়েক বার সালিশি বৈঠকও বসে। গতকাল রাতে তাদের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি এক পযার্য়ের তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে স্ত্রীকে মারধর করেছে। পরে স্ত্রী ঘুমিয়ে গেছে। সকালে উঠে দেখে স্ত্রীর হাতপা ঠান্ডা হয়ে গেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে, সে আমাদের কাছে ঘটনা স্বীকার করেছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email