ফতুল্লায় পাভেল হত্যা: ১৮ দিন পর প্রধান অভিযুক্ত বরিশালে আটক
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বরিশাল জেলার কাশীপুর এলাকায় র্যাব-১১ ও র্যাব-৮ বরিশাল এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। শনিবার (১৯ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।
আটককৃত যুবকের নাম মায়সার আহমেদ বাবু (২৯)। সে নারায়ণগঞ্জের কাশীপুর মধ্যমপাড়ার বাসিন্দা ও মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।
পারিবারিক বরাতে র্যাব জানায়, ৩০ মার্চ রোববার ইফতারের পর চুল কাটাতে বাসা থেকে বের হন পাভেল। রাত ১০টার দিকে তার বড় ভাই রুবেলের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসলেও কেউ কথা বলেনি। পরদিন ভোর ৬টার দিকে পাভেলের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তার পাশে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে র্যাব-১১ এবং র্যাব-৮ বরিশাল এর যৌথ অভিযানে বরিশাল জেলার কাশীপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মায়সার আহমেদ বাবু (২৯) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মায়সার আহমেদ বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।