সোমবার, মে ১৯, ২০২৫
Led02আদালত

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮ কেজি পলিথিন জব্দ ও জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৩ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (১৮ মে) ফতুল্লার ভূঁইগড় এলাকায় জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোজাদেদি গোস্ত দোকান, আল্লাহ ভরসা গোস্ত ঘর এবং প্রাইমা
বেকারী নামের ৩ প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ৩টি প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে ও মোট ৮ কেজি নিষিদ্ধ
ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email