মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় নির্মানাধীন ভবনের লিফটের ফাঁকে পড়ে যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নির্মানাধীন বহুতল ভবনের লিফটের ফাঁকে পড়ে খন্দকার জনি (৩৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার পৈতৃক ভবন খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত খন্দকার জনি একই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নং মাছ ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের বন্ধু রোমান জানান, সন্ধ্যার পর তারা একসাথেই আড্ডা দিচ্ছিলেন। রাত ৮ টার পর বাড়ি ফিরে যায় জনি। পরে নির্মানাধীন ভবনটির লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩শ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ১২ টার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।

RSS
Follow by Email