ফতুল্লায় নির্মাণাধীন ৮ তলা ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রি নিহত
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে নিচে পড়ে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এক আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফতুল্লা আদর্শনগর এলাকার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিস্ত্রির নাম আক্তার মোল্লা (৩০)। সে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ এলাকার বাসিন্দা ও ফতুল্লার আদর্শনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভাই জামাল মোল্লা বলেন, আমার ভাই স্যানিটারি মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার একটি নির্মাণাধীন আটতলা ভবনে পানির পাইপের কাজ করার সময় নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।