রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার তল্লায় নির্মাণাধীন ছয় তলা ভবনের চতূর্থ তলা থেকে নিচে পরে মোঃ বাহাদুর খান(৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ মে)বিকেল সাড়ে ৫ টায় নতুন কোর্ট সংলগ্ন তল্লাস্থ আক্তার হোসেনের মালিকানাধীন নির্মাণধীন ভবনে ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ বাহাদুর খান জামালপুর জেলার মেলাহন্দ থানার হুটিয়ারকান্দার সৈয়দ হাজীর পুত্র। সে স্ব-পরিবারে তল্লা আজমেরীবাগস্থ হক মিয়ার বাড়ীতে স্ব-পরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলো।

স্থানীয় প্রতক্ষদর্শীদের বর্নণা মতে, ছয়তলা ভবনের চতূর্থ তলার কাজ চলছিলো। শনিবার বিকেল পাঁচটার দিকে কাজ করার সময় ভবনটির চতূর্থ তলা থেকে নিচে পরে যায় নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ বাহাদুর খান। ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email