বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02ফতুল্লা

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. ইসমাইল (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মো. ইসমাইল নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার রফিকপুরের মুসলিম মিয়ার পুত্র।

জানা যায়, নির্মাণাধীন ভবনটি শিক্ষক বারী বাহাদুর আলী আখনের। বুধবার দুপুরে কাজ করার সময় অসাবধনতা বশত ভবনটির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান ইসমাইল। সেসময় অপর নির্মাণ শ্রমিকরা তাকে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সংবাদ পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email