ফতুল্লায় নাচতে গিয়ে দুই কিশোর গ্রুপের মারামারি
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শান্ত (১৬) নামের এক কিশোর পিঠে ও পায়ে চোট পেয়ে গুরুতর আহত হয়। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পিলকুনি এলাকায় রাম মন্দিরে শারদীয় দূর্গা পূজা মন্ডপের সামনে এ ঘটনা ঘটে।
আহত শান্তকে প্রথমে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত শান্ত পিলকুনি এলাকার মো. জনির ছেলে।
স্থানীয়রা জানান, রাত দশটায় পূজা মন্ডপের সামনে ও পেছনের খালি জায়গায় বেশ কিছু কিশোর বয়সের ছেলে এসে নাচানাচি করছিলো। এ সময় তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে তুমুল বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় শান্ত নামে এক কিশোর গুরুতর আহত হলে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা অন্যান্য কর্মকর্তারা। তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, বন্ধুদের সাথে নাচতে গিয়ে এক কিশোরের উপর আরেক কিশোরের পা পড়লে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় শান্ত নামে কিশোর আহত হন। তার বাবার সাথে কথা হয়েছে। থানায় একটি জিডি করেছেন তিনি, তবে কোন মামলা করা হয় নি।