সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় দূষণকারী ৪ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে ৪টি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি (ফতুল্লা) এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। সদর উপজেলার মোট পাঁচটি কারখানার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। অপর একটি কারখানার বিদ্যুৎ সংযোগ আগেই বিচ্ছিন্ন করা হয়েছিল।

যেসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো হলো, মেসার্স জামিল ডাইং, ফতুল্লা। হাজী মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস প্রা: লিমিটেড, ফতুল্লা। আর আর ওয়াশিং (পূর্বনাম-হাসান ডাইং), ফতুল্লা। শাহ কদম বোর্ড মিলস, ফতুল্লা। এছাড়াও বিসমিল্লাহ ওয়াশ নামের আরেকটি কারখানার বিদ্যুৎ সংযোগ আগেই বিচ্ছিন্ন করা ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং দূষণ নিয়ন্ত্রণে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

RSS
Follow by Email