ফতুল্লায় দুই যুবক আটক, ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে। ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে ১ হাজার ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। আসামিদের শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) বিরাজ দাস-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফতুল্লা থানাধীন সাইনবোর্ড, শান্তিধারা (০১ নং রোড) সাকিনস্থ জনৈক সাঈদ হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় দুইজন ব্যক্তি ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, যশোর নূরপুর এলাকার শেখ মোঃ আনোয়ার হোসেনের ছেলে শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫)। নরসিংদী দড়িপুর মোল্লাবাড়ি এলাকার শামসুজ্জামান মোল্লার ছেলে মো. সারোয়ার হোসেন (২৮)।
তল্লাশির সময় আটককৃত শেখ মোহাম্মদ ফয়সালের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. সারোয়ার হোসেনের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।