বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় ডাকাত ফেলা গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ পিলকুনীতে দুই নৈশ প্রহরীকে বেধে স্বর্নের দোকানে ডাকাতি করার ঘটনায় দূ্র্ধর্ষ ডাকাত কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলা কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ রেলস্টেশন উকিল বাড়ী মোড়ে অবস্থিত নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত কবির হোসেন ফেলা অস্ত্র মামলায় ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান, ভোর রাতের দিকে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে ডাকাতির ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে দুই নৈশ প্রহরী কে হাত-পা বেধে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে ছয়জনের ডাকাত দল তালা ভেঙ্গে লুট করে নেয় স্বর্নালংকার।

RSS
Follow by Email