শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় ডাকাতির অভিযোগে ফরিদপুর থেকে সেই ডাকাত ফেলা আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার সস্তাপুরে এক ডাইং ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগে কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলা আটক করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) ফরিদপুর থেকে র‌্যাবের সহায়তায় তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সস্তাপুরে ডাইং ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগে কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলাকে ফরিদপুর থেকে আটক করা হয়েছে। সে নারায়ণগঞ্জে বসবাস করে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে। ফেলাকে সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় ঢাকা টেক্সটাইল মিলসের মালিক রেজাউল করিমের বাসায় একদল ডাকাত হামলা চালায়। তারা বাসার দ্বিতীয় তলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে ব্যবসায়ীর ছেলে ও ছেলের স্ত্রীকে মারধর করে। ডাকাতরা ওই সময় ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

RSS
Follow by Email