মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04ফতুল্লা

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আমীন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাগলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমীন বন্দরের দত্তবাড় ডাকঘর এলাকার আব্দুল বাতেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের নিচে পড়ে নুরুল আমীনের দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। এসময় তার কোমড় নিচ থেকে দুই পা আলাদা হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে নিহতের পরিবার এসে তার পরিচয় শনাক্ত করেন। স্বজনরা জানায় সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে এদিক সেদিক চলে যেতেন।

RSS
Follow by Email