বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মনির হোসেন নামে এক মোটর সাইকেল চালক ট্রাক চাপায় নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাত ১১টায় ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এঘটনা ঘটে। নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আজম মিয়া জানান, মনির হোসেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এসময় অজ্ঞাত এক ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মনির হোসেনের মৃত্যু হয়। অজ্ঞাত ট্রাকের সন্ধান করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email