বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় রাস্তা পারাপারের সময় এক গৃহবধূ ট্রাক চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশিপুর সম্রাট সিনেমা হলের সামনে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদা বেগম (৪৮), কাশিপুর খিল মার্কেট এলাকার মুন্সিবাড়ির মহিউদ্দিন মুন্সির স্ত্রী তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এসআই বেলায়েত। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, রাস্তাপারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক গৃহবধূকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গৃহবধূকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email